Skip to main content

How to download court orders in mobile

 


কিভাবে আপনার মোবাইল থেকে সহজেই কোর্টের অর্ডার ডাউনলোড করবেন? 
আপনার অ্যান্ডয়েড মোবাইলে ই কোর্ট স সার্ভিসেস অ্যাপ্লিকেশন টি ব্যবহার করে সহেজই কোর্টের অর্ডার ডাউনলোড করতে পারেন। 
1. প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে eCourts Services এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। 

2.এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কেস নাম্বার এ ক্লিক করুন। 




3.কেস টাইপ সিলেক্ট করুন। কেসের রেজিস্ট্রেশন নাম্বার টি এন্ট্রি করুন।
কোন বছরের কেস এন্ট্রি করুন  এন্ট্রি করুন। এরপর গো বাটনে ক্লিক করুন। 






4.সংশ্লিষ্ট কোট এর উপর ক্লিক করুন। 




5.নীল রঙের যে কেস নাম্বার টি দেখাচ্ছে তার উপর ক্লিক করুন




6.এখানে কেস এর বিস্তারিত বিবরণ পাবেন ।এরপর ইন্টারিম অর্ডার এর উপর ক্লিক করুন।



7.কপি অফ অর্ডারে ক্লিক করুন। 


8.এরপর আপনাকে ডাউনলোড অপশন দেওয়া হবে। ডাউনলোড এ ক্লিক করলে অর্ডারের পিডিএফ ফরমেট আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। 



Now one can easily download court orders on mobile. 
First, download ecourts application from Google Play Store. Select State and district of the concerned court. Input case type, case number and year. Or you can search by entering party name (s). Find the date of hearing and click on copy of order/ judgement. It will be downloaded in pdf format.

©️ সরকারী বন্ধু
Sarkari Bandhu
#sarkaribandhu



 








 

Comments