Skip to main content

Different stages of Civil Cases of Civil suit


Different stages of civil case


 সিভিল কেসের বিভিন্ন পর্যায়

Different stages of Civil Suit / Case

যে কোনো সিভিল কেসের বিভিন্ন পর্যায় থাকে। 

প্রায় সমস্ত সিভিল কেসে দুটি পক্ষ থাকে ৷ যিনি কেস ফাইল করছেন তিনি বাদী (plaintiff) | যার / যাদের বিরুদ্ধে করছেন তিনি / তারা হলেন বিবাদী (Defendants) | অবশ্য সব কেসে বিবাদী নাও থাকতে পারে ৷

যেমন- Succession Suit

নীচে মোটামুটি একটা ধারনা দেওয়া হল -

🙋Filing of plaint ➡️ Service of Summon বা সমন জারী করা➡️ Appearance of parties বা বাদী বিবাদীর হাজিরা ➡️ Exparte Hearing বা একতরফা শুনানী ➡️ Interlocutory proceedings বা অন্তবর্তীকালীন কার্যকলাপ ➡️written statement বা লিখিত জবাব ➡️production of Documents বা নথিপত্র দাখিল ➡️Examination of parties➡️ Discovery and inspection➡️ Admission➡️  Framing of issues বা ইস্যু গঠন  ➡️Summoning and attendance of witness ➡️Hearing of Suit and Examination of witness ➡️Argument ➡️Judgement বা রায়দান ➡️preparation of Decree বা ডিক্রি টানা ➡️Appeal /Review/ Revision➡️ Execution filing 

1.Filing of plaint বা আর্জি দাখিল

( order 7)

যে কোনো সিভিল কেসের সূত্রপাত্র হয় plaint file করে। 

Plaint এ নিম্নলিখিত বিষয় গুলি উল্লেখ থাকে -

সংশ্লিষ্ট কোর্টের নাম , বাদী বিবাদীর নাম - ঠিকানা, Cause of Action, বাদীর দাবী, সংশ্লিষ্ট কোর্টের Jurisdiction এ পড়ে কিনা, Schedule বা তপশীল,  সম্পত্তির মুল্য (যদি থাকে) ইত্যাদি ৷

2. Service of Summon বা সমন জারী করা

( order 5 ) 

কেস ফাইল হওয়ার পর বিবাদীর ঠিকানায় সমন জারী করা হয় ৷ এর উদ্দেশ্য হল বিবাদীকে কেস সম্পর্কে অবগত করানো ৷ সমনের সঙ্গে আর্জির কপি দেওয়া আবশ্যক৷

3. Appearance of parties বা বাদী বিবাদীর হাজিরা

সমনে উল্লিখিত দিনে বিবাদীকে হাজির হতে হয় ৷ তিনি নিজে বা উকিলের মাধ্যমে হাজির হতে পারেন৷

4. Exparte Hearing বা একতরফা শুনানী

order -9, Rule 6 (1 ) (a)

সঠিকভাবে সমন জারী হওয়া সত্বেও বিবাদী হাজির না হলে কেসটির একতরফা শুনানি হয়।

  5.Interlocutory proceedings বা অন্তবর্তীকালীন কার্যকলাপ 

যে কোনো সিভিল কেস নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগে সেই জন্য বাদী বা বিবাদীর আবেদনে কোর্ট হস্তক্ষেপ করতে পারে। 

Interlocutory proceedings বিভিন্ন প্রকার হতে পারে যেমন-

a.Arrest and attachment before Judgement ( order 38)

b.Temporary Injunction and Interlocutory order 

(order 39)

যদিকোনো সম্পত্তি বিক্রি বা নষ্ট বা বিবাদীর অন্য কোনোরূপ কার্যকলাপ যার দ্বারা বাদী ক্ষতিগ্রস্ত হতে পারে এমত আশঙ্কা থাকলে কোর্ট Injunction এর আদেশ দান করতে পারে। Injunction কেস নিষ্পত্তি হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ পর্যন্ত কার্যকর হতে পারে।

c.appointment of Receiver

(order 40 )

কোর্ট প্রয়োজন মনে করলে সম্পত্তির কোনো Receiver নিয়োগ করতে পারে বা কোনো ব্যক্তিকে অধিকার থেকে সরাতে পারে।

 d.Appointment of Commission  (order 26)

কোর্ট কোনো অ্যাডভোকেট কে কমিশন নিযুক্ত করতে পারে কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য। এছাড়া কোনো সম্পত্তির local inspection ( Rule 9 ) বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যবেক্ষন করার জন্য কমিশন নিয়োগ হতে পারে। নির্দিষ্ট সময় পরে কমিশন রিপোর্ট দাখিল করেন ৷

6. written statement বা লিখিত জবাব

(order 6)

w.s এ বিবাদী তার নিজের দাবী সম্পর্কে বা বিবাদীর দাবী খারিজের যুক্তি পেশ করে। w.s file করার সময়সীমা সাধারনত 90 দিন সমন গ্রহণের দিন থেকে।

7. production of Documents বা নথিপত্র দাখিল 

কোর্ট যেকোনো পার্টিকে বা দুই পক্ষকেই নিজের দাবী সমর্থনের জন্য নথি দাখিলের আদেশ দিতে পারে ৷

8.Examination of parties (order 10 )

প্রথম শুনানির দিন কোট বাদী বিদাদীর  দাবী বা অভিযোগ স্বীকার বা অস্বীকার করছে কিনা তা নির্ধারন করেন৷

9.  Discovery and inspection ( order 11 )

কোর্টের অনুমতি নিয়ে বাদী বা বিবাদী অপর পক্ষকে interrogatories লিখিত ভাবে দিতে পারে। সে এর Answer দিয়ে থাকে।

10. Admission

(order 12 )

যে কোনো পক্ষই অপর পক্ষকে আর্জিসহ নোটিশ দিতে পারে। অপরপক্ষ তাতে Admit বা স্বীকার করতে পারে বা অসম্মও হতে পারে ৷

11.   Framing of issues বা ইস্যু গঠন 

(order 14)

ইস্যু গঠন হয় যখন এক পক্ষ অপর পক্ষের দাবীর সঙ্গে সহমত হয় না। ইস্যু দুপ্রকারের -

a. issues of fact  b. issues of law

কোর্ট সমস্ত ইস্যু র উপর বিবেচনা করে রায়দান করেন৷

12 . Summoning and attendance of witness 

(order 16)

সমনে উল্লিখিত দিনে, সময়ে, স্থানে সাক্ষীদের উপস্থিত থাকতে হয় ৷ সমন ছাডাও কোনো পক্ষ সাক্ষী হাজির করাতে পারে বা নথি তলব করতে পারে।

13. Hearing of Suit and Examination of witness

(order 16 )

কোর্ট নির্ধারিত দিনে সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। অপর পক্ষের উকিল সাক্ষীদের জেরা করতে পারেন ৷ যে পক্ষ সাক্ষী করতে চাইছেন তাকে সাক্ষীর জন্য খরচ বহন করতে হবে। সেই পরিমান খরচ কোর্টে জমা দিতে হবে ও সাক্ষীকে তা প্রদান করা হয়৷ সাক্ষী সমনের Compliance না করলে Proclaimation ও attachment হতে পারে ৷ উপযুক্ত কারন ছাড়া সাক্ষী হাজির না হলে কোর্ট সাক্ষীর জরিমানা করতে পারে ৷

14. Argument

সাক্ষ্যদান শেষ হলে দুই পক্ষের উকিল তাদের মক্কেলের পক্ষে দাবী যুক্তি  সহকারে সংক্ষেপে ব্যাখ্যা করে।

15. Judgement বা রায়দান

(order 20 )

শুনানি শেষ হলে কোর্ট নির্ধারিত দিনে open কোর্টে রায় দান করেন ৷

16.preparation of Decree বা ডিক্রি টানা

( order 20 Rule 6,6A )

ডিক্রিতে cost, বাদী বিবাদীর বর্ণনা , দাবী, Relief granted ইত্যাদি বিষয়গুলির  উল্লেখ থাকে। রায়দানের 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট করনিক ডিক্রি প্রস্তুত করেন৷

রায়ের বিরুদ্ধে যে কোনো পক্ষই Appeal, Review বা Revision এ যেতে পারে নির্দিষ্ট সময সীমার মধ্যে ৷

কোর্টের আদেশনামা কার্যকর করার জন্য Decree Holder execution বা জারী কেস ফাইল করতে পারেন। ( order 21).

নীচের video টি দেখুন -




©️ Sarkari Ba
#sarkaribandhu

Comments