Skip to main content

উকিলের সাহায্য ছাড়া কী কেউ কোর্টে হাজির হতে পারেন? Can we fight case our own?




উকিলের সাহায্য ছাড়া কী কেউ কোর্টে হাজির হতে পারেন?
Can we fight cases without lawyers?
আমরা যে কোনো আইনি জটিলতার জন্য উকিল বা অ্যাডভোকেটের সাহায্য নিয়ে থাকি। আইনি জটিলতার বিষয়গুলি অ্যাডভোকেটের জানা থাকে ৷ একজন অ্যাডডোকেট আইন বিষয় পড়াশোনা করে থাকেন অর্থাৎ LLB বা LLM বা সমতুল্য ডিগ্রি থাকে ৷ (সরকার অনুমোদিত কোনো College থেকে) | এর সঙ্গে সঙ্গে একজন আ্যাডভোকেট বা উকিল কোর্টে Practice এর জন্য BCI বা Bar Council of India বা অন্য কোনো অনুমোদিত বারের সদস্য হতে হবে ও তার একটি রেজিস্ট্রেশন নম্বর থাকবে ৷
তবে অনেকে এটা জানতে চান কোন অ্যাডভোকেটের সাহায্য ছাড়া নিজে অথবা অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো কেসে হাজির হতে পারেন?
এই প্রশ্নের উত্তরে বলা যায় যে কোনো ব্যক্তি কোর্টে হাজির হতে পারেন কোনো অ্যাডভোকেটের সাহায্য ছাড়াই তবে তা কোর্টের অনুমোদন সাপেক্ষ৷ 
অ্যাডভোকেটস অ্যাক্ট এর ৩২ নম্বর ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি যিনি নথিভুক্ত নন সেইরকম কোনো ব্যক্তি কোর্টের অনুমোদন সাপেক্ষ হাজির হতে পারেন। 
নীচে ধারাটি দেওয়া হল।

 Section 32 in THE ADVOCATES ACT, 1961

32. Power of Court to permit appearances in particular cases.—Notwithstanding anything contained in this Chapter, any court, authority, or person may permit any person, not enrolled as an advocate under this Act, to appear before it or him in any particular case.




     
In this regard there is an order of Hon'ble Justice Markandey Katju and Hon'ble Justice Gyan Sudha Mishra in Goa Antibiotics & Pharmaceuticals Ltd vs RK.Chowla &  another. ( Criminal Miscellaneous Petition No. 10490 of 2011)
View of Apex court in this regard describes thus, " There is a distinction between the right to appear on behalf of someone, which is only given to enrolled lawyers, and the discreation in the court to permit a non-lawyer to appear before it. Under Sections 29 and 33 of the Act only those persons have a right to  appear and argue before the court who are enrolled as an adovacte while under Section 32 the  Act, a power is vested in the court to permit , in a particular case, a person other than an advocate to appear before it and argue the case."

Article 19 of Indian Constitution also ensures  right to practise any profession, or to carry on any occupation, trade or business.







Comments